ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

চা শিল্প জাতির পিতার স্পর্শ পেয়েছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। গ্রামের মানুষ এখন সকালে ঘুম থেকে উঠেই দোকানে গিয়ে চা খায়। মানুষের এখন আয় বেড়েছে, তাই আগে যে এক কাপ চা খেতো, এখন সে দুই কাপ চা খায়। শনিবার (৪ জুন) রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘চা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশ চা বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।


বাণিজ্যমন্ত্রী বলেন, চা শিল্প জাতির পিতার স্পর্শ পেয়েছে। তার অবদানে এ শিল্প অনেক এগিয়েছে। প্রতি বছর ৪ থেকে ৫ শতাংশ চা উৎপাদন বাড়ছে। গ্রামের মানুষেরা এখন সকালে উঠেই দোকানে গিয়ে চা খান। এতে বোঝা যায় মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।


টিপু মুনশি বলেন, দেশের উত্তরাঞ্চলে প্রধানমন্ত্রীর নিজ ভাবনা থেকে চায়ের চাষ শুরু হয়েছে। আজ অভ্যন্তরীণ চাহিদার ১৫ শতাংশ আসছে। চা পাতার কারণে আজ উত্তর এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। টিসিবির লাইনে এখন উত্তর এলাকায় মানুষ পাওয়া যায় না।


বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এছাড়াও বক্তব্য দেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম প্রমুখ।

ads

Our Facebook Page